Sat. Apr 27th, 2024

করোনা যুদ্ধে দু:স্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে গোপালগঞ্জ জেলা প্রশাসন, সদর উপজেলায় ২’শ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ।।

গোপালগঞ্জ সদর উপজেলাধীন লতিফপুর ইউনিয়নের মানিকদাহ আদর্শ গ্রামের খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন সহকারী কমিশনার (ভূমি) মো: মনোয়ার হোসেন।

গোপালগঞ্জ প্রতিনিধি,
গোপালগঞ্জে করোনা পরিস্থিতিতে গোপালগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় ২’শ দু:স্থ ও সুবিধাবঞ্চিত পরিবারকে বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী সহায়তা দেয়া হয়েছে।

রবিবার দুপুরের পর গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাদিকুর রহমান খানের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) মো: মনোয়ার হোসেন ট্যাগ অফিসার সদর যুব উন্নয়ন কর্মকর্তা সায়াদ উদ্দিন আহমেদ ও পৌর ভূমি সহকারী কর্মকর্তা মো: মোশারফ হোসেনকে সাথে নিয়ে সদর উপজেলাধীন লতিফপুর ইউনিয়নের মানিকদাহ আদর্শ গ্রাম, মধুমতি আদর্শ গ্রাম ও মানিকদাহ আশ্রয়ন প্রকল্পের মোট ২’শ পরিবারের প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী বিরতণ করেন।

এসব খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন, ১ কেজি পিয়াজ, ১ কেজি রসুন ও ১’শ গ্রাম শুকনা মরিচ।

এ সময় স্থানীয় ইউপি সদস্য জাহিদ বিশ্বাস, মিলন বাকচী সহ আইন শৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

খাদ্য সামগ্রী বিতরণের সময় সহকারী কমিশনার (ভূমি) মো: মনোয়ার হোসেন বলেন, চলমান করোনা যুদ্ধে দু:স্থ ও সুবিধাবঞ্চিত সকল মানুষের পাশে থাকবে গোপালগঞ্জ জেলা প্রশাসন, খাদ্য সামগ্রী সহায়তা অব্যাহত থাকবে, পাশাপাশি সকলকে সচেতন হতে হবে, বিশেষ জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া যাবে না, সরকারের নির্দেশনা মেনে চলতে হবে।
মিজানুর রহমান মানিক,
২৯.৩.২০২০
গোপালগঞ্জ

Leave a Reply

Your email address will not be published.