Tue. Apr 23rd, 2024

গোপালগঞ্জে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ কার্যক্রম প্রতিরোধে অভিযান পরিচালিত, ৬ মাসের কারাদণ্ড,  ১ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদন্ড।।

মিজানুর রহমান মানিক,
গোপালগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ কার্যক্রম প্রতিরোধে অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ভিন্ন ভিন্ন ভাবে ৬ মাসের কারাদণ্ড ও ১ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মামুন খান।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সংলগ্ন এলাকায় জনস্বার্থে পরিচালিত মোবাইল কোর্ট চলাকালে লাইসেন্স বিহীন পরিচালিত সেতু ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে মেডিক্যাল এবং ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর আওতায় একজন ভূয়া ডাক্তারকে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান  করা হয়।
এসময় শিকদার অর্থিণ ক্লিনিক এ্ড ডায়াগনস্টিক সেন্টার এবং সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার দুটি লাইসেন্স নবায়ন ব্যতীত পরিচালিত হওয়ার অপরাধে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ- ১৯৮২ এবং ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় ০২ জনকে মোট ১ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এসময় সংশ্লিষ্ট চিকিৎসক, সঙ্গীয় পুলিশ ফোর্স ও আনসার বাহিনীর সদস্যগণ সার্বিক সহায়তা প্রদান করেন।
গোপালগঞ্জ
০৮.০৯.২০২২