Fri. Apr 26th, 2024

গোপালগঞ্জ শহরকে জীবানু মুক্ত রাখতে জীবানুনাশক স্প্রে করছে পৌরসভা।।

শনিবার সকালে গোপালগঞ্জ শহরকে করোনা ভাইরাস মুক্ত রাখতে পৌরসভার পরিচ্ছন্ন কর্মীদের জীবানুনাশক স্প্রে করার কাজ তদারকি করছেন পৌর মেয়র কাজী লিয়াকত আলী।

সমগ্র বিশ্বের ন্যায় সারাদেশে করোনা ভাইরাস আতংক, এর থেকে মুক্ত নয় গোপালগঞ্জ শহরও, মানুষের চোখে মুখে আতংকের ছাঁপ, প্রতিনিয়ত যুদ্ধ করতে হচ্ছে সম্মিলিতভাবে, যার যার অবস্থান থেকে। সে লক্ষ্যে গোপালগঞ্জ শহরকে জীবানু মুক্ত রাখতে জীবানুনাশক স্প্রে করছে পৌরসভা।

শনিবার সকালে গোপালগঞ্জ পৌরসভার সামনে বঙ্গবন্ধু সড়কে পরিচ্ছন্ন কর্মীদের জীবানুনাশক স্প্রে করার কাজ চোখে পড়ে, পৌর মেয়র কাজী লিয়াকত আলী নিজেই কাজের তদারকি করছেন। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে নিয়মিত ভাবে সাধারনত: লোক সমাগম বেশি হয় যেমন: হাসাপাতাল, উপজেলা পরিষদ, কাঁচা বাজার প্রভৃতি স্থান সমূহে জীবানুনাশক স্প্রে করার কাজ করছেনপৌরসভার প্রায় ১’শ পরিচ্ছন্ন কর্মী।

আরো জানা যায়, গোপালগঞ্জ পৌরসভার ৩৬টি সিডিসি (কমিউনিটি ডেভলপমেন্ট সেন্টার) এ, পথচারীদের জন্য ২৫টি পয়েন্টে সাবান দিয়ে হাত ধোঁয়ার ব্যবস্থা এবং করোনা বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পয়েন্টে ৫০টি বিলবোর্ড স্থাপন করা হয়েছে।

পৌর মেয়র কাজী লিয়াকত আলী বলেন, “করোনা ভাইরাসের বিস্তার রোধে এবং সকল নাগরিকের নিরাপত্তার স্বার্থে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজ করে যাচ্ছি, শহরের প্রধান প্রধান সড়ক সহ প্রতিটি ওয়ার্ডের প্রতিটি রাস্তায় জীবানুনাশক স্প্রে করা হচ্ছে, এ কাজ অব্যাহতভাবে চলতে থাকবে।”

তিনি আরো বলেন, সরকারে নির্দেশনা আমাদের মেনে চলতে হবে, একান্ত জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে আসার দরকার নেই, কোনো প্রকার অবহেলা করলে পরিস্থিতি ভয়াবহতার রূপ নিতে পারে, এজন্য সচেুনতার বিকল্প নেই।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো: হারূন অর রশিদ, প্রধান সহকারী নাড়– গোপাল সরকার, স্বাস্থ্য কর্মকর্তা ইমরান আলী মোল্লা।#
মিজানুর রহমান মানিক
২৮.০৩.২০২০
গোপালগঞ্জ

Leave a Reply

Your email address will not be published.