Sat. Apr 27th, 2024

“বর্তমান যুব সমাজকে দিয়ে একটি লাইট হাউস বানাতে হবে“ – গোপালগঞ্জে শহীদ মুক্তিযোদ্ধা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সদর ইউএনও

মুজিব বর্ষ উপলক্ষে গোপালগঞ্জে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় ভাটিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ সাদিকুর রহমান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন।

টুর্ণামেন্টের আয়োজক গোবরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুর রহমান চৌধূরী টুটুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মুন্সি নুরুল ইসলাম, সদর উপজেলা যুবলীগের সভাপতি জায়েদ মাহামুদ বাপ্পি, আলহাজ্ব কুতুবউদ্দিন বিশ্বাস, হালিম ফকির, আনোয়ার হোসেন মৃধা ও বদরুল মুন্সী প্রমূখ।

শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ সাদিকুর রহমান খান বলেন, এ ধরনের আয়োজন নি:সন্দেহে একটি সময়োপযোগী আয়োজন, শরীর মন সুস্থ্য থাকলে মেধাসম্পন্ন জাতি গঠন সম্ভব।  এজন্য, বর্তমান যুব সমাজকে দিয়ে একটি লাইট হাউস বানাতে হবে।

গোবরা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৮ দলীয় এ ফুটবল খেলা অনুষ্ঠিত হচ্ছে। দলগুলো হলো, নিলফা বুলস, গোবরা ইউনাইটেড এফসি, এসজি সিটি ফুটবল ক্লাব, সিবি থান্ডার্স, টিম টর্ণেডো, সিজি স্পোটিং, সিজি টাইগার্স ও ভি অ্যান্ড সি ওয়ারিঅরস।

এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে ৭১ সালে পাক হানাদার বাহিনীর হাতে নিহত গোবরা ইউনিয়নের ৪ জন বীর শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের বিশেষ সম্মান জানানো হয়।#

মিজানুর রহমান মানিক

০৮.০২.২০২০।

Leave a Reply

Your email address will not be published.