Fri. Apr 26th, 2024

Gopalganj Relief Rice Stealing News pic

মিজানুর রহমান মানিক,
গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল পাইকেরডাঙ্গা গ্রাম থেকে বৃহস্পতিবার রাতে সাবেক এক ইউপি সদস্যকে ত্রাণের চালসহ আটক করা হয়েছে। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে র‌্যাব-৮এর অভিযান পরিচালনা করে নগদ ৩শ ৫ কেজি চাল ও ১৪টি বস্তা উদ্ধার করা হয়েছে।

শুকতাইল ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মান্নান শেখ মান্নুর বাড়ি থেকে ৩৫০ কেজি চালসহ তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব মান্নু ও তার ভাই ফারুক শেখের বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাল ফারুক শেখের ঘর থেকে ১৫০ কেজি (০৩ বস্তা) এবং মান্নান শেখ মান্নুর ঘর থেকে ২০০ কেজি (০৪ বস্তা) চালসহ ৫০ কেজির ০৮ টি ও ৩০ কেজির ০৬ টি খালি বস্তা উদ্ধার করে। মান্নান শেখ মান্নু ও তার ভাই ফারুক শেখ উক্ত চাল মজুদের সাথে প্রত্যক্ষভাবে জড়িত বলে জানিয়েছে এলাকাবাসী। র‌্যাব-৮ টীম মান্নুকে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের ৩৫০ কেজি চালসহ ৫০ কেজির ০৮ টি ও ৩০ কেজির ০৬ টি খালি বস্তাসহ গ্রহীতা করে নিয়ে যায়। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।#
গোপালগঞ্জ
১৭.০৪.২০২০।

Leave a Reply

Your email address will not be published.