Sun. Sep 24th, 2023

গোপালগঞ্জে বন্ধ থাকা দুই হাজার চা দোকানীর বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে জেলা প্রশাসন।।

গোপালগঞ্জ সদর উপজেলাধীন জালালাবাদ ইউনিয়নে বন্ধ থাকা এক চা দোকানীকে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাদিকুর রহমান খান।

গোপালগঞ্জে করোনা পরিস্থিতিতে বন্ধ থাকা দুই হাজার চা দোকানীর বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে জেলা প্রশাসন। পাঁচ উপজেলার ৬৮ টি ইউনিয়নে ট্যাগ অফিসারদের দ্বায়িত্ব দিয়ে ইউনিয়ন পরিষদ সদস্যদের সহায়তায় প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে এসব থাদ্য সামগ্রী পৌছে দেয়া হয়।

শনিবার সকাল থেকে পাঁচ উপজেলার ৬৮ টি ইউনিয়নে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা সহাকারী কমিশনার (ভুমি) ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাগন খাদ্য সামগ্রীবাহী গাড়ি নিয়ে ইউনিয়ন পরিষদে থাকা ট্যাগ অফিসারদের কাছে এসব খাদ্য সামগ্রী পৌছে দেন। এসব খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ২০ কেজি চাল, ২ কেজী ডাল, দুই কেজি আলু, এক লিটার সয়াবিন, আধাকেজী পিয়াজ, আধাকেজি লবন ও ৫০ গ্রাম শুকনা মরিচ।

জেলা প্রশাসনের উদ্দ্যোগে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরন কালে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদিকুর রহমান, কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার মো ঃ সাব্বির হোসেন, কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলী, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার নাকিব হোসেন তরফদারসহ পাঁচ উপজেলার সহাকারী কমিশনার (ভুমি) ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

অন্যদিকে, একই দিন সদর ইপজেলার জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান এম সুপারুল আলম টিকে তার ইউনিয়নের ৭৩ টি মসজিদে এবং বাজারের ৪০ টি স্থানে হাত ধোয়ার সামগ্রীসমূহ বিতরন করেন। সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদিকুর রহমান খান এসব হাতধোয়ার সামগ্রী বাজারে দ্বায়িত্বশীল ব্যক্তিদের হাতে তুলে দেন।
মিজানুর রহমান মানিক,
২৮.৩.২০২০
গোপালগঞ্জ

Leave a Reply

Your email address will not be published.