Thu. Mar 28th, 2024

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৯ পালনের অংশ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০ আগস্ট ২০১৯ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন মঙ্গলবার সকাল ১০টায় প্রশাসনিক ভবনের নীচ তলায় রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীর উদ্বোধন করেন।

এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ড. মো. নূরউদ্দিন আহমেদ, মানবিকী অনুষদের ডিন মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া, সহকারী অধ্যাপক তানিয়া ইসলাম, প্রভাষক ড. মোঃ বশির উদ্দিন, ইমদাদুল হক, মেডিকেল অফিসার ডা. অমিত সরকার, বঙ্গবন্ধু বিশ^বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ আলেয়া বেগম প্রমুখ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাঁধন পরিবারের সহযোগিতায় দিনব্যাপী এ কর্মসূচীতে প্রায় ২০০০ জন শিক্ষার্থী বিনামূল্যে তাদের রক্তের গ্রুপ নির্ণয় করে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

মিজানুর রহমান মানিক

২০.০৮.১৯

Leave a Reply

Your email address will not be published.