Fri. Apr 19th, 2024

গোপালগঞ্জে করোনা ভাইরাস (কোভিড – ১৯) এর প্রাদুর্ভাব ঠেকাতে ঘোষিত লকডাউন অমান্য করায় সদর উপজেলাধীন পাইককান্দী ইউনিয়নের সুলতানশাহী গ্রামের ইলাহাক মোল্লার ছেলে আব্দুল হাকিম মোল্লা (২৬)কে দ: বি: ১৮৬০ সালের ১৮৮ ধারা মোতাবেক ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: মনোয়ার হোসেনের নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: মনোয়ার হোসেন বলেন, জনমানুষের বৃহত্তর স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। প্রাণঘাতী করোনা ভাইরাসের ভয়াবহ সংক্রমনের বৈশি^ক চিত্র আমরা সকলেই দেখছি, এ দূর্যোগ থেকে বাঁচতে হলে ঘরে থাকা ও সচেতনতা অনুশীলনের বিকল্প নেই। আর গোপালগঞ্জে করোনা ভাইরাসে সংক্রমনের হার উদ্বেগজনক, লকডাউন ঘোষিত হয়েছে। এজন্য লকডাউন অমান্যকারীদের বিরূদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

মিজানুর রহমান মানিক
১৫-০৪-২০২০
০১৭৪০-৫৭৮০০০

Leave a Reply

Your email address will not be published.