Wed. Apr 24th, 2024

মিজানুর রহমান মানিক

কৃষক মরে! হীরক রাজার টনক কি নড়ে, পাকা ধানে আগুন কেন, কৃষক বাঁচলে বাঁচবে দেশ, ফসলের ন্যায্যা মূল্য নিশ্চত কর, ফসল জলে জলুক রাজা তবু বাঁচুক – এমন সব শ্লোগান সম্বলিত প্লাকার্ড হাতে নিয়ে এবারে রাস্তায় নেমেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত কৃষকের সন্তানেরা। ধানের ন্যায্য মূল্যের দাবিতে মানব বন্ধন কর্মসূচী পালন করেছেন তারা।

Gopalganj-Univercity-Human-Chain-Picবৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কৃষকের সন্তানরা বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে হাতে হাত ধরে এ মানব বন্ধন রচনা করেন। দুপুর ১২ টা পর্যন্ত চলা মানববন্ধনে অংশগ্রহনকারীরা ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করনের দাবি সম্বলিত বিভিন্ন  প্লাকার্ড প্রদর্শণ করেন।

মনববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নিউটন মজুমদার, চন্দ্রনাথ মজুমদার, মেহেদী হাসান প্রান্ত ও দিগন্ত লস্কর, ব্যবস্থাপনা বিভাগের মাহাবুব শিকদার ও শেখ ইসমাইল, লোকপ্রশাসন বিভাগের মিঠুন বিশ্বাস সহ আরো অনেকে।

ন্যায্যমূল্য নিশ্চিত করে সরাসরি কৃষকের নিকট থেকে সরকারকে ধান ক্রয়ের দাবি জানান মানবন্ধনে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

গোপালগঞ্জ

১৬-০৫-২০১৯

Leave a Reply

Your email address will not be published.