সামিয়া রহমান লিসা, গোপালগঞ্জ শহরে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি বীণাপাণি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনির মেধাবী শিক্ষার্থী।
আবৃত্তি, ছবি আঁকা, বিতর্ক, উপস্থাপনা – সকল ক্ষেত্রেই তার সগৌরব অংশগ্রহণ। স্থানীয়, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতাগুলোতে প্রথম স্থানের পুরস্কারটি লিসার জন্যই।।
গতবার আবৃত্তিতে জাতীয় পর্যায়ের চ্যাম্পিয়ন লিসা গতকাল 12.06.19 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতির নিকট থেকে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০১৯ এ প্রথম স্থান অধিকারীর পুরস্কার গ্রহণ করে লিসা।
গোপালগঞ্জ ভয়েসের পক্ষ থেকে লিসাকে অভিনন্দন ও অনেক অনেক শুভ কামনা।।
মিজানুর রহমান মানিক
১৩.০৬.১৯
Samia Rahman Lisa
Samia Rahman Lisa, a 10th grade meritorious student of the traditional Binapani Government Girls’ High School located in Gopalganj city.
Recitation, Drawing, Debating, Presentations – in all cases, Lisa’s glorious participation, first place in local, regional and national competitions.
Lisa, the national championship winner in Recitation in the last year, received the first prize in National Children Award Competition -2019 from the Honorable President of the Government of the People’s Republic of Bangladesh on 12.06.19 (Wednesday).
Congratulations and a lot of wishes to Lisa on behalf of Gopalganj Voices..
Mijanur Rahman Manik
13.06.19