Sun. Sep 24th, 2023

মুজিব বর্ষ উপলক্ষে বসুন্ধরা কিংস এর পৃষ্ঠপোষকতায় গোপালগঞ্জে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ সফলভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার বিকেল ৩টা ৪৫মিনিটের সময় ভাটিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে সিজি স্পোটিং ও গোবরা ইউনাইটেড এফসি’র মধ্যে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নেতা ও স্থানীয় সাংসদ শেখ ফজলুল করিম সেলিম তনয় ব্যারিস্টার শেখ ফজলে নাঈম।

গোপালগঞ্জে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা শেষে পুরষ্কার বিতরণ করছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার শেখ ফজলে নাঈম

শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে আয়োজক গোবরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুর রহমান চৌধূরী টুটুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ সাদিকুর রহমান খান, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিরুন্নাহার ইফসুফ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ মো: ইউসুফ আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম, জেলা যুবলীগের সাধারন সম্পাদক এমবি সাইফ বি, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ সহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

গোবরা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৮টি ফুটবল দল এ টুর্ণামেন্টে অংশ গ্রহণ করে। দলগুলো হলো, নিলামাঠ বুলস, গোবরা ইউনাইটেড এফসি, এসজি সিটি ফুটবল ক্লাব, সিবি থান্ডার্স, টিম টর্ণেডো, সিজি স্পোটিং, সিজি টাইগার্স ও ভি অ্যান্ড সি ওয়ারিঅরস।

শনিবারের ফাইনাল খেলায় সিজি স্পোটিং এর রবিউল ইসলামের দেয়া একমাত্র গোলেই গোবরা ইউনাইটেড এফসি’র পরাজয় নিশ্চিত হয়।#

মিজানুর রহমান মানিক
১৬.০২.২০২০।

Leave a Reply

Your email address will not be published.