গোপালগঞ্জে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ, গণমাধ্যম, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেছেন নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট শাহিদা সুলতানা।
মঙ্গলবার বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাম্মী আক্তার, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, সহ সভাপতি শেখ রুহুল আমিন, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ আহমেদ হোসেন মির্জা, মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, গোপালগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সাধারণ সম্পাদক শেখ মাসুদুর রহমান, কাশিয়ানী উপজেলা আ’লীগের সভাপতি মোক্তার হোসেন, টুঙ্গিপাড়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার খায়ের, প্রেসক্লাব গোপালগঞ্জের মহাসচিব সৈয়দ মিরাজুল ইসলাম, জেলা উদীচীর সভাপতি ম, নাজমুল ইসলাম, রিপোর্টার্স ফোরামের সভাপতি মোজাম্মেল হোসেন মুন্না, জেলা আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) সদস্য নাসিমা খানম, জেলা আ’লীগের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক লতিফা জামাল চৌধূরী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) সাধারন সম্পাদক ও ডেইলি এশিয়ান এইজের গোপালগঞ্জ জেলা প্রতিনিধি মিজানুর রহমান মানিক, শেখ হাসিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ হুমায়রা আক্তার, সাংবাদিক মোস্তফা জামান প্রমূখ অংশ নেন।
মত বিনিময় সভায় গোপালগঞ্জ জেলার সার্বিক উন্নয়ন, সম্ভাবনা ও সমস্যা সম্বলিত আলোচনা করা হয়। পাশাপাশি মাদক ও দুর্নীতি মুক্ত গোপালগঞ্জ গড়তে সকলের সহযোগিতা কামনা করেন নতুন জেলা প্রশাসক।#
মিজানুর রহমান মানিক,
গোপালগঞ্জ
26.06.19