Sun. Sep 24th, 2023

গোপালগঞ্জে ‘শতবর্ষের পথে বঙ্গবন্ধু ও সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে সম্প্রীতি বাংলাদেশের উদ্যোগে শেখ ফজলুল হক মণি অডিটোরিয়ামে এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সম্প্রীতি বাংলাদেশের আহবায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়।সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু।

জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহবুব আলী খান, মেজর জেনারেল (অবঃ) মোহাম্মদ আলী, অধ্যাপক অসীম কুমার সরকার, মুক্তিযোদ্ধা নির্মূলেন্দু বিশ্বাস, পূজা উপদযাপন পরিষদের সাবেক সভাপতি ডাঃ প্রহ্লাদ বিশ্বাস, খ্রীষ্টান ফেলোশীপের অসীত বল, সাংবাদিক রবীন্দ্রনাথ অধিকারী, নাসিমা খানম, প্রমূখ অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন।

প্রধান অতিথি পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির হৃদয় স্পর্শ করে বুঝতে পেরেছিলেন স্বাধীন বাংলাদেশের অস্তিত্ব, মর্যাদা এবং শক্তির অন্যতম অবলম্বন হবে বাঙালি সংস্কৃতিপ্রসূত অসাম্প্রদায়িক রাষ্ট্রনীতি। বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারই ধারাবাহিকতায়, জাতির পিতার আদর্শের অসাম্প্রদায়িক বাংলাদেশ ধরে রাখতে সচেষ্ট।

মিজানুর রহমান মানিক

গোপালগঞ্জ

০৮-০৯-২০১৯

Leave a Reply

Your email address will not be published.