Tue. Sep 17th, 2024

গোপালগঞ্জ শহরের ইসাহাক কমপ্লেক্সে অবস্থিত এ্যাপোলো ডায়াগনষ্টিক সেন্টারকে সেবা গ্রহীতার জীবন বা নিরাপত্তা বিঘ্ন সৃষ্টিকারী কার্য করা ও অবহেলা প্রভৃতির মাধ্যমে সেবা গ্রহীতার অর্থ, স্বাস্থ্যহানি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

সোমবার বিকেলে গোপালগঞ্জ শহরের এ্যাপোলো ডায়াগনষ্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালত পরিচালিত করছেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জোবায়ের রহমান রাশেদ

সোমবার বিকেলে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানার নির্দেশনা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: ইলিয়াছুর রহমানের তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জোবায়ের রহমান রাশেদ।

এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন, গোপালগঞ্জ এর প্রতিনিধি ডাঃ অমিত সরকার, জেলা পুলিশ ও ব্যাটালিয়ন আনসার ফোর্স।

মিজানুর রহমান মানিক

০৩.০২.২০

Leave a Reply

Your email address will not be published.