গোপালগঞ্জ শহরের ইসাহাক কমপ্লেক্সে অবস্থিত এ্যাপোলো ডায়াগনষ্টিক সেন্টারকে সেবা গ্রহীতার জীবন বা নিরাপত্তা বিঘ্ন সৃষ্টিকারী কার্য করা ও অবহেলা প্রভৃতির মাধ্যমে সেবা গ্রহীতার অর্থ, স্বাস্থ্যহানি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার বিকেলে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানার নির্দেশনা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: ইলিয়াছুর রহমানের তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জোবায়ের রহমান রাশেদ।
এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন, গোপালগঞ্জ এর প্রতিনিধি ডাঃ অমিত সরকার, জেলা পুলিশ ও ব্যাটালিয়ন আনসার ফোর্স।
মিজানুর রহমান মানিক
০৩.০২.২০