
গোপালগঞ্জ জেলা শহরে ঔষধ প্রশাসন অভিযান চালিয়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার দুপুরে শহরের কলেজ রোডে ভ্রাম্যমাণ আদালতে মেসার্স নিউ মিলন ফার্মেসীকে নকল ইনসুলিন, মেয়াদ উত্তীর্ন ঔষধ এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অপরাধে ঔষধ আইন,১৯৪০ এর ২৭ ধারায় এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গোপালগঞ্জ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া শারমিন। এ সময় গোপালগঞ্জের ঔষধ তত্ত্বাবধায়ক জনাব মহেশ্বর কুমার মন্ডল উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।
মিজানুর রহমান মানিক
২৩.১০.১৯