Sun. Sep 24th, 2023
Meeting held in memory of eight martyrs
১৭ই মে ১৯৭১ সালে পাক বাহিনীর হাতে নির্মম ভাবে একই পরিবারের ৮ সদস্যের শহীদ হওয়ার ঘটনার স্মৃতিচারন আলোচনা সভা ও দোয়া মাহফিল

গোপালগঞ্জে একই পরিবারের ৮ শহীদ স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত।।

মিজানুর রহমান মানিক,

গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি ইউনিয়নের মানিকহার গ্রামে ১৯৭১ সনের ১৭মে একই পরিবারের ৮ সদস্যকে গুলি করে হত্যা করে পাক বাহিনী। সেই সকল শহীদদের স্মরণে শুক্রবার আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে কাঠি ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার।

Meeting held in memory of eight martyrs of same family in Gopalganjমানিকহার গ্রামের বাড়িতে আয়োজিত আলোচনা সভায় সেদিনের ভয়াবহ স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ও ইউনিয়ন কমান্ডার আক্তার কাজী, সুকি কাজী, জিকু কাজী, শাফিজুর মোল্লা, নতুন মোল্লা সহ আরো অনেকে। আলোচনা সভা শেষে শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় বক্তরা বলেন, ১৯৭১ সালের ১৭ মে পাকিস্তানী বাহিনীর হাতে নির্মমভাবে হত্যার শিকার হন মানিকহার গ্রামের একই পরিবারের ৮ সদস্য। তারা হলেন, হাফিজুর রহমান (বাদশা মোল্লা), তার ছেলে এম এ আমিনুল হক খোকন, ভাই তৈয়বুর রহমান (রাজা মোল্লা) ও আসাদুজ্জামান মোল্লা (তোরকা মোল্লা), ভাতিজা তোতা মোল্লা ও সাহেবুর রহমান ঝন্টু মোল্লা, চাচাত ভাই নথু মোল্লা ও মুঞ্জু মোল্লা। ওই সময় বাড়ির পাশের একটি কবরস্থানে তাদেরকে গণ কবর দেয়া হয়। মহান মুক্তিযুদ্ধের সময় একই পরিবারের ৮ জনকে নির্মমভাবে হত্যা করা হলেও তাদেরকে দেয়া হয়নি কোন স্বীকৃতি। তাঁদেরকে শহীদ মুক্তিযোদ্ধার মর্যাদা প্রদান দিয়ে তাদের গণকবরকে রাষ্ট্রীয় ভাবে সংরক্ষণ করার দাবী জানান বক্তারা। #

গোপালগঞ্জ

১৮.০৫.১৯

Leave a Reply

Your email address will not be published.