রিবাজমান করোনার আঘাতে কর্মহীন ও গৃহবন্দী গোপালগঞ্জের ১৪ পত্রিকা হকার পেলো প্রাধানমন্ত্রীর ত্রাণ তহবিলের খাদ্য সহায়তা।
শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু সড়কে অবস্থিত গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মোঃ জোবায়ের রহমান রাশেদ ও সহকারী কমিশনার শেখ সালাউদ্দীন দিপু ১৪ জন পত্রিকা হকারকে ২০ কেজি করে চালের বস্তা হস্তান্তর করেন।
গোপালগঞ্জ শহরের পরিচিত মুখ, পত্রিকা হকার জামিল সহ অন্যান্য হকাররা বেশ খুশি প্রধানমন্ত্রীর এই ত্রাণ সহায়তা পেয়ে। কেননা, মার্চ মাসের ২৬ তারিখ থেকে সরকার ঘোষিত সাধারণ ছুটি চলমান থাকায় দীর্ঘ দিন ধরে তারা পত্রিকা বিক্রি করতে না পেরে মানবেতর জীবন কাটাচ্ছিল।#
মিজানুর রহমান মানিক,
০৮.০৫.২০২০