গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৭ মে বিকাল ৪টায় উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে কোটালীপাড়া পৌর ছাত্রলীগ আলোচনা সভার আয়োজন করে। উক্ত আলোচনা সভায় সভাপ্রধান ছিলেন পৌর ছাত্রলীগ সভাপতি, এসএলআর কলেজের সাবেক ভিপি চৌধুরী সেলিম আহম্মেদ ছোটন।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর মেয়র হাজী কামাল হোসেন শেখ, আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর প্যানেল মেয়র মিজানুর রহমান মিঠু, উপজেলা ছাত্রলীগ সহ সভাপতি শামিম দাড়িয়া, প্রজন্মলীগ সভাপতি ফজলুর রহমান দিপু, স্বপন তালুকদার, চপল সরদার, তাজুল ইসলাম, রাজিব শেখ, , জুলহাস শেখ, রিফাত দাড়িয়া।
বক্তারা ৭৫’ পরবর্তী দীর্ঘ সময় পরে নানাবিধ হুমকি মাথায় নিয়ে দেশের মাটিতে পা রেখে জনগনের ভাগ্যোন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন, সে বিষয়ে আলোচনামূলক বক্তব্য রাখেন।
এ সময় আরোও উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি নাদের আলী মিয়া, সহ প্রচার সম্পাদক টুটুল শেখ, বাবুল হাজরা সহ উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ, কলেজ ছাত্রলীগ, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর ছাত্রলীগ সাধারন সম্পাদক আলিউজ্জামান জামির।
আলোচনা সভা শুরুর আগে পৌর ছাত্রলীগের উদ্যোগে একটি আনন্দ র্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষ পুনরায় একই স্থানে এসে র্যালীটি শেষ হয়।
১৮.০৫.২০১৯